মশিউর স্পোর্টস মালিকের পিতা শিক্ষক সিরাজ উল্লাহ শেখের ইন্তেকাল

চাঁদপুর: ১৩ নং হানারচর ইউনিয়নের কৃতি সন্তান,বর্তমান ঢাকা ডগাই নিবাসী,সাবেক শিক্ষক,সমাজ সেবক, ঢাকা মশিউর স্পোর্টসের মালিক,চাঁদপুর হানারচর ইউনিয়নের কৃর্তিসন্তান ও আখনেরহাট সপ্রাবি প্রাক্তন শিক্ষক সিরাজ উল্লাহ শেখ সিরাজ স্যার সোমবার (১ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন বাদ যোহর ডেমরা ডগাই বাজার জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শোক: মশিউর স্পোর্টসের মালিক এবং বাংলাদেশে স্পোর্টস গুডস্ মার্চেন্ট,ম্যানুফেকচারাস্,এন্ড ইমপোটার্স এসোসিয়েশন কার্যনির্বাহী সদস্য মোঃ মশিউর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশে স্পোর্টস গুডস্ মার্চেন্ট, ম্যানুফেকচারাস্,এন্ড ইমপোটার্স এসোসিয়েশনের সভাপতি এআর শামীম ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন । আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম