চাঁদপুর: চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণ এর প্রতিষ্ঠাতা মরহুম ইকরাম চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৮ আগস্ট) বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মিলাদ ও দোয়ায় মুনাজাত পরিচালনা করেন সরকারী মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ মোঃ নিজামুল হক।
মুনাজাতে ইমাম সাহেব মরহুম ইকরাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর জীবনের সমস্ত গুনাহ মাপ চেয়ে মহান আল্লাহ্ পাকের দরবারে তাকে বেহেস্তবাসী করার জন্য দোয়া করেন। এছাড়া পৃথিবীর সমস্ত মুসলমান ও উপস্থিত ধর্মপ্রাণ মুসলমাদের বাবা, মায়ের রুহের মাগফিরাত কামনা করে তাদেরকে বেহেস্তবাসী করার জন্য খোদার দরবারে ক্ষমা চেয়ে মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, প্রধান সম্পাদক মুনির চৌধুরী, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, সহ সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, দৈনিক আলোকিত চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর প্রতিদিনের প্রধান সম্পাদক ও দীপ্ত টিভির প্রতিনিধি ইব্রাহিম রনি, একুশে টেলিভিশনের প্রতিনিধি নেয়ামত হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক অ্যাড. ইয়াছিন ইকরাম, প্রেসক্লাবের অ্যাপায়ন বিনোদন সম্পাদক আশরাফুল আলম, প্রেসক্লাবের ক্লাবের সাধারণ সদস্য ও দৈনিক চাঁদপুর দর্পণের সহকারি মফস্বল সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক এসএম সোহেলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
ফম/এমএমএ/