ময়মনসিংহের সাথে ৫০ রানে জয় পেল চাঁদপুর জেলা

কক্সবাজারে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ

কক্সবাজার শেখ কামাল আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে ৯০ ওভারের ম্যাচে ময়মনসিংহের সাথে জয়লাভকারী চাঁদপুর জেলা ক্রিকেট দল।

চাঁদপুর: গতবারের জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের চ্যাম্পিয়ন দল ও টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর মধ্যে শক্তিশালি দল ময়মনসিংহ জেলা ক্রিকেট দলের সাথে ৫০ রানে জয় পেল চাঁদপুর জেলা ক্রিকেট দল।

রবিবার (১৭ মার্চ) দিনের দ্বিতীয় ইনিংসে চাঁদপুরের দলটি এই জয় পায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কক্সবাজার শেখ কামাল আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ৪২ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের খেলা।

অংশ নেওয়া দলগুলোর মধ্যে ম্যাচগুলো হচ্ছে ৯০ ওভারের ম্যাচ (২ দিনের)। এ প্রতিযোগিতায় অংশ নিবে ৮টি জেলা ক্রিকেট দল।

শনিবার (১৬ মার্চ) কক্সবাজারে ২দিন ব্যাপি ক্রিকেট ম্যাচে চাঁদপুর জেলা দল অংশ নেয় ময়মনসিংহ জেলা ক্রিকেট দলের সাথে। প্রথম দিনে প্রথমে ব্যাট করে চাঁদপুর জেলা ক্রিকেট দল। নির্ধারিত ৯০ ওভার এর মধ্যে চাঁদপুর জেলা দল ৬১ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রান করেন। দলের পক্ষে ব্যাট হতে সর্বোচ্চ মাসুদ ৫২ ও এনামুল হক আশিক ৩৩ রান করে।

ময়মনসিংহ জেলা ক্রিকেট দল ১৮৪ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। প্রথম দিন শেষে শনিবার ময়মনসিংহ ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রান করেন। দ্বিতীয় দিন রবিবার ময়মনসিংহ জেলা ক্রিকেট দল ৯১ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। অপরদিকে চাঁদপুর জেলা দল জয়ী হওয়ার জন্য ৪ উইকেট তুলে নেয়ার লক্ষ্যে মাঠে নামেন। ময়মনসিংহ ৪ উইকেট হাতে নিয়ে রোববার খেলতে নামেন। তারা দ্বিতীয় দিন মাত্র ১৮ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৪১ রান করেন।

বল হাতে চাঁদপুর জেলা ক্রিকেট দলের ক্রিকেটার ও দলীয় অধিনায়ক সাদ্দাম হোসেন ৩৯ রানে ৩টি এবং ইয়াসিন ৩৯ রানে ২টি ও সিহাদ ১৩ রানে ২টি উইকেট তুলে নেন।
ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম