চাঁদপুর: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ৪২ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের খেলা। অংশ নেওয়া দলগুলো খেলছে দুদিনে ৯০ ওভারের ম্যাচ ।
শনিবার ( ১৬ মার্চ ) কক্সবাজারে চাঁদপুর জেলা দল অংশ নয় ময়মনসিংহ জেলা ক্রিকেট দলের সাথে । প্রথম দিনে টসে জয়লাভ করে চাঁদপুর জেলা দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৯০ ওভার এর মধ্যে চাঁদপুর জেলা দল ৬১ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রান করেন। দলের পক্ষে ব্যাট হতে সর্বোচ্চ মাসুদ ৫২ ও এনামুল হক আশিক ৩৩ রান করে।
ময়মনসিংহ জেলা ক্রিকেট দল ১৮৪ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামে। তারা ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রান করেন । তাদের জিততে হলে করতে হবে ৯১ রান । অপরদিকে চাঁদপুরের জয়ী হতে হলে প্রয়োজন ময়মনসিংহ দলের ৪ টি উইকেট। ময়মনসিংহ ক্রিকেট দলের হাতে রয়েছে ৪ উইকেট। আজ রোববার দ্বিতীয় দিনের খেলায় যে দল জয়লাভ করবে তারাই এগিয়ে থাকবে চূড়ান্ত পর্বের এই ম্যাচে।
ফম/এমএমএ/চৌইই/