মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আক্তারুজ্জামান।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসার মোঃ আজহারুল ইসলামের স্বাক্ষরিত স্মারক মূলে ২ বছরের জন্য ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়া হয়।

এতে সভাপতি হিসেবে উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ আক্তারুজ্জামানকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগেও তিনি এডহক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পদাধিকার বলে প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম সদস্য সচিব হিসেবে থাকবেন। প্রতিষ্ঠা সদস্য ও দাতা সদস্য ২ টি পদ শুন্য রয়েছে বলে জানা গেছে।

সাধারণ অভিভাবক সদস্য নির্বাচিত হন ফজলুল হক ভূঁইয়া, মো. মতিউর রহমান, মো. বোরহান উদ্দিন, মোঃ শহিদ মোল্লা। সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি রেহানা আক্তার ও শিক্ষক প্রতিনিধি মনোনীত হন মো. জামাল উদ্দিন, মোঃ শাহাদাত হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মাহমুদা আক্তার।

নবনির্বাচিত সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান বলেন, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করে যাব। সকলের সহযোগীতা চাই।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম