মনোহরগঞ্জ শান্তির বাজার থেকে বিআরটিসি বাসের উদ্বোধন

মনোহরগঞ্জ (কুমিল্লা):  কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা শান্তির বাজার ও অফিস চিতোষী থেকে ঢাকা কমলাপুর রোডে BRTC বাসের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) মনোহরগঞ্জ শান্তির বাজারে বিকালে মনোহরগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানআমিরুল ইসলাম এ বাসটির শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলো BRTC সিনিয়ার কর্মকতা কামরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন হেলাল, স্থানীয় ইউপি সদস্য জনাব শহিদুল্লা, ৫নং দক্ষিণ ঝলম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মেদ, শান্তির বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক রুহুল আমিন, আওয়ামীলীগ নেতা জামাল ভান্ডারী, ছাত্রলীগ নেতা আকতার সহ আরো অনেকে।

এ দিকে মনোহরগঞ্জ এই পথম BRTC বাস চলাচল করায় স্থানীয় এলাকাবাসী অনেক আনন্দিত সে সাথে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসনে হেলালকে ধন্যবাদ যানান স্থানীয় এলাকা বাসিন্দারা।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম