মনোহরগঞ্জ (কুমিল্লা): কুমিল্লার মনোহরগঞ্জে আরাফাত ভূঁইয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম। খেলার উদ্বোধন করেন, উপজেলা উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন।
খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ নুর আহমেদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খিলা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া, খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মুজাহিদুল আমিন সোহেল, সমাজসেবী মোঃ ফজলুল কাদের বাসেদ, খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমদ, শাফায়েত হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ফয়সাল আহমেদ শুভ প্রমুখ।
উদ্বোধনী দিনে সাফিন এন্ড ফাহিম একাদশ ও ফ্রেন্ডস ক্লাব একাদশের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। খিলা স্কুল মাঠ ফুটবল ক্লাব আয়োজিত খেলাটি শতশত দর্শক উপভোগ করেন।
ফম/এমএমএ/