মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস মতলব উত্তর এবং দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এই কার্যক্রমের পাশাপাশি এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর মাজার জিয়ারত করেন তিনি। পরে সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর দরবার শরীফে মিলাদ ও দোয়ার মাহফিলে অংশ গ্রহন করেন।
তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, উপজেলা কৃষকলীগের সদস্য মোজাম্মেল হক, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সরকার মোঃ খোরশেদ আলম, যুবলীগ নেতা জসিম উদ্দিন শ্যামল, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মাহবুব বেপারী, সাবেক ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জনি প্রমুখ।
গণসংযোগকালে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, উন্নত দেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে স্মার্ট দেশ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে আওয়ামী লীগ যা উন্নয়ন করেছে, অন্য কোন সরকার তা পারেনি। শেখ হাসিনা আমাদেরকে ডিজিটাল দেশ দিয়েছেন, দারিদ্রতা দূর করেছেন, কর্মসংস্থান দিয়েছেন, সবধরনের ভাতা দিয়েছেন। এবং বাংলাদেশের মেঘা প্রকল্পগুলো বাস্তবায়ন করেছেন।
এমএ কুদ্দুস আরো বলেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। যাকে করে আমরা স্মার্ট বাংলাদেশের নাগরিক হয়ে বিশ^ দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে নৌকার পক্ষে ভোট চান এবং জনসম্মুখে সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো তুলে ধরেন।
ফম/এমএমএ/