চাঁদপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো বৃহস্পতিবার। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক কামরুল হাসানসহ সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ায় দুই প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করতে পারন নি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কক্ষে এ ঘটনাটি ঘটে।
প্রার্থীরা হলেনঃ চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের বাংলাদেশ কংঙ্গেসের প্রার্থী মোঃ তাজুল ইসলাম ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের তৃনমূল বিএনপির প্রার্থী মোঃ তাজ উদ্দিন মিন্টু। তবে কোনো কোনো প্রার্থী নিজে এবং কারও পক্ষে স্থানীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের তৃনমূল বিএনপির প্রার্থী মোঃ তাজ উদ্দিন মিন্টু জানান, আমি ঢাকা থেকে ৪ টা ৭ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসানের কক্ষের বাহিরে এসেছি। জেলা রিটার্নিং কর্মকর্তাকে আমার মনোনয়নপত্রটি দাখিলের জন্য কয়েকবার অনুরোধু করেছি তিনি তা নেন নি।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের বাংলাদেশ কংঙ্গেসের প্রার্থী মোঃ তাজুল ইসলাম জানান, আমি ৪ টা ২০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসানের কক্ষের বাহিরে এসেছি। আমার মনোনয়নটিও দাখিল হয় নি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান উপস্থিত সকলের সামনেই বলেন, মনোনয়ন দাখিলের সময় শেষ। নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ায় আপনাদের মনোনয়নপত্র জমা সম্ভব নয়।
এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোয়ায়েল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বশির আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/