কবিতা- মা
তর্জনী-তে, মনিরুজ্জামান প্রমউখ
—————————— ——-
ভ্রূণের পৃষ্ঠা উল্টে উল্টে জন্ম
পৃথিবীর আলো, হাওয়া, জল,
মাটি তার- বর্ধিষ্ণু ধারা ।
ভাষা বর্ধনে’র ক্রিয়া, স্কুল-পাঠ আর-
কৈশোরিক মিলন-মেলা’র বেলা ।
যৌবনের অভিসন্দর্ভটি পড়তে পড়তে,
বৈকালিক ভ্রমণের আলখেল্লা ।
জীবিকার সংস্থান, সংসার পাতা হতে,
সন্তানের মাতা-পিতা হওয়ার আসর অবধি
সর্ব-সংস্থানের আদ্যপান্ত যোগানের
মমতাময়ী অবস্থানিক গর্বিত সম্ভ্রমের নাম- মা ।।
——————–
ছড়া- পিতা’র বিবরণ
তর্জনী-তে, মনিরুজ্জামান প্রমউখ
—————————— ——
সকল বিপদে- যার হাত-টা বাড়ানো থাকে,
সে পিতা’র ।
সকল সিদ্ধান্তে- যার বার্তা গ্রাহ্য-গণ্য থাকে,
সে পিতা’র ।
সকল প্রয়োজনে- যার মন-টা উদার থাকে,
সে পিতা’র ।
সকল সময়ে- যার চিত্ত-টা সন্তানে’র মঙ্গলে উদ্বেগ থাকে,
সে পিতা’র ।
সকল স্তরে- জীবনে’র ধারাবাহিকে যার অবদান শীর্ষে,
সে পিতা’র ।
জন্মে’র পর কোমল হাত-টি বন্ধনী-তে নিয়ে- হাঁটতে শেখায় যার হাত,
সে পিতা’র ।
সন্তানে’র সুষ্ঠু জীবন জীবিকা’র বন্দোবস্তে, যার অন্তর সর্বদা ব্যাকুল থাকে,
সে পিতা’র ।
সন্তানে’র সকল দুঃখে- যার হৃদয় সমবেদনা’র আর্তনাদে ভরে উঠে,
সে পিতা’র ।
প্রতি-টি পদক্ষেপে- সান্তনা আর- ভরসা’র জমিন যার উর্বর থাকে,
সে পিতা’র ।
জীবনে’র সার্বভৌমে- প্রতি-টি পলে আর- বলে যার বলিষ্ঠ আশ্রয় প্রয়োজন,
সে পিতা’র ।।
———————-
———————-
মনিরুজ্জামান প্রমউখ ।
হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ ।
পরিচালক- সাহিত্যে’র বাস্তু-ডাক-ঘর ।
উদ্যোক্তা- প্রমউখ’ ব্যবসা ঘর ।
মোবাইল- ০১৯১-৮৪৩-৭০৭৮(WhatsApp), ০১৭২-৯৮৪-৭২০৪ ।
ই-মেইল- manirujjamanpramukh1977@gmail. com/
manirujjamanpramukh1977@ outlook.com/