মধ্যরাতের মনোবিজ্ঞান

—নুরুন্নাহার মুন্নি

অনুচ্চারিত শব্দলিঙ্গের নির্জনতার বুকে;
একাধিক মানচিত্রের বিস্ময়,
দেখেছি উদ্ভ্রান্তের ক্লান্ত মুখ,

লাল দিঘির আর্তনাদে মোনালিসার চোখে-
অপার তৃষ্ণা; চৈত্রের অবসাদ;
হায়রে! সৌন্দর্য ,কোথায় লুকিয়ে আছে –
এক ফালি চাঁদ।
হৃদপিণ্ড কোষের প্রবাহমান গতি-
ছেদ করে মস্তিষ্কের অরণ্য- দাড়ি-কমা- সেমিকোলন;

গোপন অ্যাপ্রনে মোড়ানো-
পেন্ডোরার বাক্স থেকে বেড়িয়ে আসে;
মধ্যরাতের মনোবিজ্ঞান।

ফোকাস মোহনা.কম