
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুগন্ধি বেড়িবাঁধের ওপরে সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী। আহত মোরসালিন একই ইউনিয়নের হানিরপাড় গ্রামের মো. মুসার ছেলে এবং নুরজাহান বেগমের নাতি।
স্থানীয় লোকজন ও নিহতের মেয়ে সাথী বেগম জানান, ঘটনাস্থল এলাকার রাস্তা দিয়ে নুরজাহান ও মোরসালিন হেঁটে যাচ্ছিলেন। ওই সময় দ্রুতগামী ইটবাহী ট্রলি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নুরজাহান বেগমের মৃত্যু হয় এবং মোরসালিন গুরুতর আহত হয়। আহত মোরসালিনকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ওই নারীর মরদেহ থানায় রয়েছে। এই বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।