মতলব দক্ষিনে ইসলামী যুব আন্দোলনের সভাপতি মঈনুদ্দীন, সম্পাদক রাসেল

চাঁদপুর: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে  (৪ মার্চ) মতলব খান কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী ২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে মাওলানা মইনুদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাসেলের নাম ঘোষণা করা হয়।
মতলব দক্ষিণ উপজেলা যুব আন্দোলনের দ্বী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী।
তিনি বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন এর লক্ষ্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন হিসাবে ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটি ইউনিটকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। সামাজিক সংকট, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট ও রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় ইসলামী আন্দোলন এদেশের গণমানুষকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনে এ দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় গণমানুষের প্রত্যাশা পূরণ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মতলব দক্ষিণ উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মঈনু উদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী। উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাসেলের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলনের সহ সভাপতি মাওলানা সাইদুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আনসার আহমেদ, জেলা যুব আন্দোলনের সংগঠন সম্পাদক মোহাম্মদ শাহিন খান, মতলব দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সাইদ, উপজেলা যুব আন্দোলনের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম প্রধান।
সম্মেলনে প্রধান অতিথি আগামী ২০২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন, এতে সভাপতি মাওলানা মঈনুদ্দীন, সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাসেল।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম