চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা টাস্কফোর্সের অভিযানে ১ লাখ মিটার কোনা জাল, ২টি চায়না রিং চাই ও ২০টি গচি জাল জব্দ করা হয়েছে।
রবিবার (৬ মার্চ) জব্দকৃত এসব জাল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, উপজেলার ধনাগোদা নদীতে জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে ২ টি চাইনা রিং চাই, ২০ টি গচি জাল এবং ১ লক্ষ মিটার কোনা জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা এবং থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
জাটকা সংরক্ষণের জন্য উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/