সেতু অনুমোদন: প্রধানমন্ত্রীর প্রতি উপজেলা আ.লীগ সভাপতি ও চেয়ারম্যানের কৃতজ্ঞতা

মতলব উত্তর (চাঁদপুর): একনেক সভায় চাঁদপুরের মতলব উত্তর-মুন্সিগঞ্জের গজারিয়া সংযোগ সেতু নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বুধবার (১লা নভেম্বর) এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

উপজেলা আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়, চাঁদপুর-২ আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন মতলব-গজারিয়া সেতুটি। এই সেতুটি বাস্তবায়ন হলে রাজধানী ঢাকার সাথে দুরত্ব কমে মাত্র ১ ঘন্টায় মতলব থেকে যাতায়াত করা সম্ভব হবে। মতলববাসীর কর্মঘন্টা এবং ঘøানি দুটোই মুক্তি পাবে। সেই সাথে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার মানুষ এই রুটে ঢাকার সাথে যোগাযোগ সহজ হবে। ফলে অর্থনৈতিক সমৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে এই সেতুটি হবে উন্নতির চাকা। বিগত ১০-১২ বছর আগে থেকেই সেতুটি নির্মাণের দাবী উঠে। জনগণের দাবীর প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মতলব-গজারিয়া সেতু নির্মাণে অর্থ বরাদ্দ দিয়েছেন। সেই জন্য মতলববাসী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নত দেশ হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। (প্রেস বিজ্ঞপ্তি)