মতলব কোয়রকান্দিতে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত

চাঁদপুর: বিশ্ব শান্তিকল্পে মানব মুক্তির কল্যাণে” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দেশমাতৃকা এবং বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন কোয়রকান্দির যুব সংঘ এবং দীন ভক্তবৃন্দের উদ্যোগে ১৬ প্রহরীব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ৩রা জানুয়ারি সোমবার অরুণোদয় হতে শুরু হয়ে ৫ই জানুয়ারি বুধবার ব্রাহ্মমুহূর্ত পর্যন্ত শেষ হয়।
এরপর সকাল ১০টায় লীলা কীর্তন শুরু হয় এবং মধ্যাহ্নে ভোগরাগ অন্তে আগত ভক্তশ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
উক্ত উৎসব শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে সরকারী স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করতে পেরে অত্র এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন- উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম