
চাঁদপুর: মতলব উত্তর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক অ্যাড. জিসান আহমেদ রিপন ও সদস্য সচিব মো. কামরুল ইসলামের স্বাক্ষরিত এক পত্রে আজহার উদ্দিন মুফতিকে আহ্বায়ক ও সুফী আহমেদ শরীফকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদক দেন হয়।
কমিটির অন্যান্যরা হলো- যুগ্ম-আহ্বায়ক মো. মানিক মুন্সি, মিন্টু প্রধান, নাজমুল দেওয়ান, নজরুল হোসেন, সম্মানিত সদস্য মাহফুজুর রহমান দর্জি, লিটন প্রধান, নাছির ইসলাম পাঠান, নবির প্রধান, বাবুল মিয়া, মানিক প্রধান, হানিফ বকাউল, তাফাজ্জল মৃধা, মাহফুজ সরকার, মোখলেছ খন্দকার, নাছির মোল্লা, স্বপন মিয়াজী, সাহাবুদ্দিন মিয়াজী, সোহেল প্রধান, হযরত আলী, ইদ্রিছ আলী, মোশারফ প্রধান, এনামুল বেপারী, কবির মোল্লা, মাইন উদ্দিন প্রধান, জাকির হোসেন প্রধান, তাফাজ্জল প্রধান, কবির মাঝি, সফিক দর্জি, বারেক বকাউল, ইকবাল বেপারী, এরশাদ সরকার।
ফম/এমএমএ/