মতলব উত্তর শ্রমিকলীগের সভাপতি সেলিমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের  মতলব উত্তর উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও আসন্ন বাগানবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সোমবার (১১ অক্টোবর) বিকালে কালীর বাজার থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালীর বাজারের মৎস্য হাটে এসে শেষ হয়। মিছিলে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার শত শত ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

এসময় বিক্ষোভকারীরা বলেন, ছাত্রজীবন থেকে ত্যাগী নেতা মুজাহিদুল ইসলাম সেলিম।তিনি জীবন বাজি রেখে আওয়ামী লীগের সাথে কাজ করে আসছেন। বর্তমানে তিনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী। কিন্তু একটি মহল তার পিছনে উঠে পড়ে লেগেছে এবং মিথ্যা মামলা করেছে। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখা যাবে না। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিমকে মুক্তি চাই, দিতে হবে। তার বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা প্রত্যাহার চাই’ এই স্লোগানে বিক্ষোভ করে এলাকাবাসী। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মিছিলকারীরা।

উল্লেখ্যগত  অক্টোবর চাঁদপুর জেলা আওয়ামীলীগের তৃণমুল প্রতিনিধি সভায় যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দের পথসভার মঞ্চ ভেঙ্গে ফেলে  স্থানীয় নেতাকর্মীদের উপর হামলা করে সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর ছেলে দিপু চৌধুরীর কর্মীরা।ওই ঘটনায় দিপু চৌধুরীকে প্রধান আসামী  অজ্ঞাত ২০০ জনকে আসামী করে এমপি নুরুল আমি রুহুল সমর্থিত কর্মী বাদী হয়ে মামলা দায়ের করেন।

পরবর্তীতে দিপু চৌধুরীর সমর্থিত কর্মী একটি কাউন্টার মামলা করে।ওই কাউন্টার মামলায় অন্যদের সাথে মুজাহিদুল ইসলাম সেলিমকেও বিবাদী  করা হয়েছে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম