মতলব উত্তর প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ছাত্রী!

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী। সে উপজেলার লুধুয়া তুলাতলা গ্রামের সেলিম মিয়ার মেয়ে।

৮ অক্টোবর রবিবার দুপুরে বিয়ে চলাকালীন বাল্যবিবাহ বিরোধী অভিযান চালান সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল এমরান খান। এসময় বাল্যবিবাহ প্রতিরোধ আইনে বরপক্ষকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

জানা গেছে, ৮ম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তারের সাথে মতলব দক্ষিণ উপজেলার কামাল হোসেনের ছেলে সোহেল এর সাথে বিবাহ ঠিক হয়। ওই মতে রবিবার দুপুরে বিয়ের কার্যক্রম শুরু হয়।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয় এবং বাল্যবিবাহ প্রতিরোধ আইনের আওতায় আনা হয় তাদেরকে। এসময় বর পক্ষকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল এমরান খান। পরে কনে পক্ষের অভিভাবকরা অঙ্গীকার করেন মেয়ের বয়স ১৮ পূর্ণ হওয়ার আগে বিয়ে দিবেন না।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম