চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুই উপজেলায় ৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ প্রার্থী।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।
মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস (কাপ পিরিচ), উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মানিক (ঘোড়া) ও জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুক্তার হোসেন (আনারস) প্রতীক পান।
ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান (টিউবওয়েল) ও মোহাম্মদ আসাদুজ্জামান পান (তালা) প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র দাখিল করেন। তিনি হলেন লাভলী চৌধুরী। তার কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী রইল না। লাভলী চৌধুরী হলেন চাঁদপুর-২ আসনের সাংসদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ভাতিজার স্ত্রী।
মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ (ঘোড়া), সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার (দোয়াত কলম) ও খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনজুর আহমদ রিপন (আনারস) প্রতীক পান।
ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই। যে কারণে মো. শওকত আলী বাদল একমাত্র প্রার্থী এবং তার কোন প্রতিদ্বন্দ্বি নেই। মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার আসমা (ফুটবল) ও সাহিনুর বেগম পেয়েছেন (হাঁস) প্রতীক।
ফম/এমএমএ/