মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবে ব্যবসায়ী ইয়াছিন মিয়ার কম্পিউটার প্রদান

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবে কম্পিউটার ও প্রিন্টার উপহার দিলেন বাইনারি আইটি লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন মিয়া। তিনি উপজেলার লুধুয়া গ্রামের কৃতি সন্তান ও রাজধানীর উত্তরার বিশিষ্ট আইটি ব্যবসায়ী।

সোমবার সকালে প্রেসক্লাব অডিটোরিয়ামে ইয়াছিন মিয়ার হাত থেকে কম্পিউটার গ্রহণ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন।

উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসরাফিল খান বাবু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিপাহী প্রমুখ।
পরে তার জন্য মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভচ্ছে ও অভিনন্দন জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম