মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরের মসজিদ উন্নয়ন কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। সভাপত্বি করেন ঠিকাদার মেসার্স মুক্তি কমপ্লেক্সের স্বত্বাধিকারী সাংবাদিক আঃ লতিফ মিয়াজী।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সেক্রেটারি ও উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুজ্জামান টিপু, যুবদল নেতা মিজান প্রধান প্রমুখ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃ আখতার হোসেন।
ফম/এমএমএ/