
চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জাতীয় যুব সংহতির আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ২৬ আগষ্ট জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারীর স্বাক্ষরিত পত্রে ৩১ সদস্য বিশিষ্ট মতলব উত্তর উপজেলার জাতীয় যুব সংহতির আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
মঙ্গলবার (২৯ আগষ্ট) রাতে জাতীয় যুব সংহতির চাঁদপুর জেলা শাখার যুগ্ম-আহবায়ক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন আকাশ এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
পত্রে জানান হয়, অ্যাড. আলমাছ মিয়াকে আহবায়ক ও মো. জহিরকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
পত্রে আরো জানানো হয়, জাতীয় যুব সংহতি মতলব উত্তর উপজেলার পূর্বের কমিটি বিলুপ্তি করে চাঁদপুর জেলা ও মতলব উত্তর উপজেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জাতীয় যুব সংহতি মতলব উত্তর উপজেলা শাখাকে সুসংগঠিত করার লক্ষ্যে এ নবাগত কমিটির অনুমোদন দেয়া হয়।
ফম/এমএমএ/