মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

ছবি: ফোকাস মোহনা.কম।

মতলব উত্তর (চাঁদপুর): ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উদযাপন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহিদ উল্লাহ প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, রফিকুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, ফতেপুর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জোবাইর আজিম পাঠান স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উদযাপন উপলক্ষে উন্মুক্ত আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম