মতলব উত্তর অফিসার্স ক্লাবের ইনডোর বেডমিন্টন কোট নির্মাণ কাজ উদ্বোধন

মতলব উত্তর (চাঁদপুর):  চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অফিসার্স ক্লাব এর ইনডোর বেডমিন্টন কোট এর নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে অফিসার্স ক্লাব সংলগ্ন ইনডোর বেডমিন্টন কোট এর কাজ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এসময় আরো উপস্থিত ছিলেন, অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, অফিসার ক্লাবের সাধারণ সম্পাদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, সাবেক ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম প্রমুখ।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম