মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কুখ্যাত এক অপরাধী ও মাদক ব্যবসায়ী সুজন ওরফে বেজি সুজনকে আটক করেছে থানা পুলিশ।
এছাড়াও বিভিন্ন মামলায় আরো ২০ জন আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার (২১ অক্টোবর) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্র জানায়, বৃহস্পতিবার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে এএসআই মোঃ সুমনসহ অন্যান্য অফিসারদের সহযোগীতায় কুখ্যাত অপরাধী মোট ০৭টি জিআর পরোয়ানার পলাতক আসামী মোঃ সুজন ওরফে বেজি, পিতা-ওমর আলী মিজি, সাং-আদুরভিটি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও ২১ অক্টোবর এএসআই জামাল উল্লাহ সিআর পরোয়ানা মূলে ১ জন আসামী মেসার্স জাফর এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোঃ জাফর খাঁন, পিতা-আজিজ খাঁন, সাং- নেদামদী পোঃ বেদুরিয়া বাজার, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এএসআই সোহাগ সিআর পরোয়ানা মূলে ১ জন আসামী। মোঃ শাকিল মোল্লা, পিতা-রফিকুল ইসলাম, সাং-নয়াকান্দি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
এসআই আল আমিন সিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী রফিকুল ইসলাম, পিতা- মৃত হানিফ মোল্লা, উভয় সাং-নয়াকান্দি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর। এএসআই ইব্রাহিম খলিল সিআর পরোয়ানা মূলে ০২ জন আসামী ১। রাজিব মোল্লা, পিতা-রফিকুল ইসলাম, ২। শিউলি বেগম, স্বামী-রফিকুল ইসলাম, উভয়সাং-নয়াকান্দি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরদ্বয়কেকে গ্রেফতার করেন।
এসআই আব্দুল আউয়াল জিআর পরোয়ানা মূলে ০৩ জন আসামী ১। মোঃ সুজন ওরফে বেজি, পিতা-ওমর আলী মিজি, সাং-আদুরভিটি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ১। মোঃ আবু হানিফ প্রধানম, ২। মোঃ আবুল বাশার ওরফে কচি প্রধান, পিতা- মোঃ আবুল কালাম প্রধান, উভয় সাং- ব্রাহ্মনচক, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদেরকে গ্রেফতার করেন।
এএসআই সেলিম মিয়া জিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী রহমত উল্লাহ, পিতা-মৃত জামাল উল্লাহ প্রধান, সাং-রুহিতারপাড়, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এসআই প্রকাশ প্রণয়দে জিআর পরোয়ানা মূলে শ্বিরতাজ বেগম, স্বামী- মৃত আব্দুল আওয়াল মোল্লা, সাং-কুমারদোন থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
এএসআই মোজাম্মেল হক জিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী জাকির হোসেন, পিতা-মৃত আব্দুল আওয়াল মোল্লা, সাং-কুমারদোন, থানা- মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এএসআই আব্দুল মোমিন জিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী মোঃ আবু সাইদ প্রধান, পিতা- মোঃ আবুল কালাম প্রধান, সাং- ব্রাহ্মনচক, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এসআই মোবারক আলী পূর্বের নিয়মিত মামলায় ০১জন আসামী ওমর ফারুক ওরফে জাহিদ(২২) পিতা-আব্দুল আওয়াল, সাং-উত্তর টরকী, লতিফ মেম্বারের বাড়ী, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এএসআই সোহাগ জিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী গ্রেফতার করেন।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেফতারকৃত সকল আসামীদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/