মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এবার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ এ ৪৫ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার (১৫ মার্চ) দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৪০৪ টি সেন্টারে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ মার্চ) সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইসমাইল হোসেন ও অন্যান্য কর্মকর্তারা।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ৩৬০ টি ইপিআই সেন্টার এবং ৪৪ টি কমিউনিটি ক্লিনিকে একযোগে সকাল ৯টা থেকে ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত যথাক্রমে নীল এবং লাল রঙের ক্যাপ্সুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস পর্যন্ত শিশুর সংখ্যা ৪ হাজার ৫০০ জন এবং ১ বছর থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুর সংখ্যা ৪১ হাজার।
ভিটামিন-এ প্রাস খাওয়া ফলে শিশুদের গ্রোথ, দৃষ্টিশক্তি বৃদ্ধি, ডায়রিয়া ব্যপ্তিকাল কমানো এবং হাম রোগের কমপ্লিকেশন কমিয়ে দেয়।সুতরাং প্রতিটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুকে সুস্থ রাখুন।
ফম/এমএমএ/