মতলব উত্তর (চাঁদপুর): বিভাগীয় সাংগঠনিক টিম ও জেলা বিএনপির নির্দেশনা উপেক্ষা করে অগঠনতান্ত্রিকভাবে বিভিন্ন ওয়ার্ডের পকেট কমিটি গঠন করার প্রতিবাদে এবং মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহনের মাধ্যমে কমিটি গঠনের দাবীতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩য় ধাপে মোট ৪৭টি ওয়ার্ডে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে এ গণমিছিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশনায় এই গণমিছিল করেন নেতৃবৃন্দ। কয়েকটি স্থানে দেখা গেছে স্বতঃফুর্তভাবে নেতাকর্মীরা গণমিছিলে অংশগ্রহন করেন এবং মিছিলে স্লোগান তোলেন।
এসময় জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার বলেন, যারা এই পকেট কমিটি গঠন করতে চায়, তাদের মতলবে কোন ঠাঁই নেই। বিগত দিন যারা অত্যাচারিত নিপিড়ীত হয়েছে, দলের জন্য জীবন যৌবন শেষ করেছে তাদেরকে কমিটিকে রাখতে হবে। এবং যাদেরকে রাখলে দল সুসংগঠিত হবে তাদেরকে কমিটিতে রাখতে হবে। নেতার এই নির্দেশনা যে অমান্য করে পকেট কমিটি করার চেষ্টা করবে তাকে শক্ত ভাবে প্রতিহত করা হবে।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার জানান, মতলবের মাটি তানভীর হুদার ঘাঁটি। একটি অসাধু চক্র রাতের আঁধারে চাচ্ছে বিভাগীয় সাংগঠনিক টিম ও চাঁদপুর জেলা বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে অবৈধ পকেট কমিটি করতে। কিন্তু আমরা বেঁচে থাকতে এটা হতে দিব না।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল জানান, মতলবের মাটিতে কোন অবৈধ কমিটি হতে দিবোনা। যারা চোরের মত রাতের আঁধারে অবৈধ পকেট কমিটি করতে চান, তারা সাবধান হয়ে যান। মতলবের বিএনপির তৃণমূল ঐক্যবদ্ধ আছে আপনাদেরকে প্রতিহত করার জন্য।
দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিছিলে নেতৃত্ব দেন, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন মান্নু, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, আমানুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি রুবেল হোসেন, মুরাদ হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, সোলেমান ফকির, করিম প্রধানীয়া, কবির প্রধানিয়া ঘাসিরচর সহ আরো অনেক নেতাকর্মী।
এর আগে প্রথম ধাপে গত ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে ৪৩টি এবং গত ১৮ ডিসেম্বর বুধবার ৩৪ ওয়ার্ডে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফম/এমএমএ/আরাফাত/