মতলব (চাঁদপুর): বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ২২ অক্টোবর সকাল-সন্ধ্যা গণ অনশন সফল করার লক্ষ্যে মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৫ অক্টোবর) বেলা ১১টায় মতলব উত্তর উপজেলার ষাটনল শ্রীশ্রী লোকনাথ মন্দিরের অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি বাবু রাধেশ্যাম সাহা (চান্দু বাবু)।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস।
এ সময় আরো বক্তব্য রাখেন শ্রীশ্রী লোকনাথ মন্দিরের সভাপতি ফুল চান মেম্বার, ঐক্য পরিষদের সদস্য মহাবীর বর্মন, পাশ্বনাথ বর্মন, লক্ষ্মী রাণী বর্মনসহ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
ফম/এমএমএ/