মতলব উত্তরে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে বিক্রয় কর্মীর মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বেলতলি সড়কের হরিনা এলাকায় সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত হয়েছে । গত ১৯ অক্টোবর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, আবুল খায়ের গ্রুপের সেলসম্যান (বিক্রয় কর্মী) সাইফুল ইসলাম (৩৮) প্রত্যেক দিনের ন্যায় তার কাজে বের হয় ঐ বিকাল চারটায় উপজেলার হরিনা এলাকায় সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি সুজাতপুর এলাকায় সেলসম্যান হিসেবে কাজ করতো। সিএনজির ড্রাইভার পলাতক বলে জানা যায়।

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনা আমি জেনেছি, লাশ মতলব দক্ষিণে থাকায় মতলব দক্ষিণ থানার পুলিশ লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে মর্গে পাঠাবেন বলে জানান। তিনি আরও জানান, ঘটনার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম