মতলব উত্তরে শাহজাহান শাহ সাদুল্লাপুরীর জন্মবার্ষিকীতে ওয়াজ ও সামা মাহফিল

মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ বাউল সমিতির প্রতিষ্ঠাতা ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর সুফী দরবারের প্রতিষ্ঠাতা সুফী সাধু শাহজাহান শাহ্ সাদুল্লাপুরীর ৬৪তম জন্মোৎসব উপলক্ষ্যে তিনদিন ব্যাপী ওয়াজ ও সামা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত  ২৪ নভেম্বর সন্ধ্যা থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর মধ্য রাত পর্যন্ত এই অনুষ্ঠান চলে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ বাউল সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন হযরত মাওলানা মুফতী আব্দুর রহমান রেজভী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন হযরত মাওলানা নুরুল ইসলাম রেজভী। সভাপতিত্ব করেন সুফতী সাধক নাসির উদ্দিন আল মাইজভান্ডারী।

এছাড়াও বাংলাদেশ বাউল সমিতি মতলব উত্তর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সুফী দরবার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী ওয়াজ ও মাহফিলে বিভিন্ন সুফী সাধু শাহজাহান শাহ সাদুল্লাপুরীর ভক্তবৃন্দ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম