মতলব উত্তরে শান্তি ও উন্নয়ন প্রচারণায় উঠান বৈঠক

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে শান্তি ও উন্নয়ন প্রচারণায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (৩০ জুলাই) বিকালে রাঢ়ীকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক আয়োজন করে ফতেপুর পশ্চিম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন প্রমুখ।

আরো বক্তব্য রাখেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, চাঁদপুর জেলা পরিষদের মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাছরিন সুলতানা লাভলী, ইউপি সদস্য অহিদুল আলম, ইউপি সদস্য মাসুদ সরকার, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরে আলম স্বপন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাশরুর খান তামিম, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা আঃ হান্নান। সভায় সভাপতিত্ব করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার। পরিচালনা করেন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজ আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। আমরা পেয়েছি উন্নত বাংলাদেশ। আমরা পেয়েছি পদ্মাসেতু, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, শতভাগ ভাতা, সহ বহু সুবিধা। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে থাকাতেই এসব সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যখন ডিজিটাল হয়েছে সেই মুহুর্তে ষড়যন্ত্র করেছে বিএনপি জামায়াত। আবার বাংলাদেশ এখন স্মার্ট হবে এমন সময়ও ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। তারা চায় না দেশের উন্নয়ন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দাঙ্গা হাঙ্গামা, সন্ত্রাস নৈরাজ্য এবং ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু জনগণ তা মেনে নিবে না। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জনগণ আবারও আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম