মতলব উত্তরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলায় ফতেপুর আদর্শ ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ জুলাই) বিকালে ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ১৬ টিমের এই টূর্ণামেন্ট উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আলমগীর ঢালী, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল মালেক, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী জিশান, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ মতিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুম্মান তারেক, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন সহ ফতেপুর আদর্শ ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ম্যাচে মতলব উত্তর অগ্নিবীণা ক্লাব বনাম দক্ষিণ লুধুয়া একাদশ অংশগ্রহন করে। ৯০ মিনিটের খেলায় ১-০ গোলে দক্ষিণ লুধুয়া একাদশকে হারিয়ে মতলব উত্তর অগ্নিবীণা ক্লাব বিজয় অর্জন করে। খেলা উপভোগ করতে শত শত দর্শক স্রোতা উপস্থিত হয়। রেফারী হিসেব দায়িত্ব পালন করেন ফজলুল হক মাস্টার। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোঃ ফয়সাল।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম