মতলব উত্তর (চাঁদপুর):চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪ টি ইউনিয়নে লটারীর মাধ্যমে ওপেন মার্কেটিং সেলস্ (ওএমএস) এর চাউল বিক্রির জন্য ডিলার নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন। তবে ১৪ ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নের আবেদনকারীদের মধ্যে জটিলতা থাকায় ওই ইউনিয়নের ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সম্মিলিত সভার মাধ্যমে লটারী করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমদুা কুলসুম মনি। এসময় উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা , উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক শহীদুল ইসলাম খোকন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, সাবেক সদস্য সচিব মমিনুল ইসলাম, সাংবাদিক তুহিন ফয়েজ, সাংবাদিক সফিকুল ইসলাম রানা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিলার নিয়োগের আবেদনের প্রেক্ষিতে ডিলারদের আবেদন যাচাই বাছাই করে যোগ্যদের নির্ধারণ করা হলেও একাধিক প্রার্থী থাকায় ডিলার নিয়োগ সম্ভব হয়ে ওঠেনি। বেশ কয়েকদিন ধরে সমঝোতা করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ার কারণে সকলের সম্মিলিত উপস্থিতিতে লটারী মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ওএমএস ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হল। তবে ষাটন ইউনিয়নে জটিলতা থাকায় স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে জটিলতা নিরসন করে ডিলার নিয়োগ সম্পন্ন হবে।
নির্বাচিত ডিলারদের মধ্যে হলেন, মোহনপুর ইউনিয়নে মোঃ শাহাবুদ্দিন , কলাকান্দা ইউনিয়নে শওকত ছৈয়াল, সাদুল্লাপুর ইউনিয়নে আসাদ মোল্লা , বাগানবাড়ি ইউনিয়নে আহমদ আলী, দুর্গাপুর ইউনিয়ন দাশের বাজারে সবুজ খান, নিশ্চিন্তপুর বাজারে জাকির হোসেন, ইসলামাবাদ ইউনিয়নে আরিফ হোসেন, সুলতানাবাদ ইউনিয়নে মোঃ সোহেল রানা, ফতেপুর পুর্ব ইউনিয়নে মোঃ রেসাদ, ফতেপুর পশ্চিম ইউনিয়নে মোঃ সিয়াম, ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজারে মোহাম্মদ আলী, নতুন বাজারে মোঃ সালাম, এখলাছপুর ইউনিয়নে মোঃ সাইমন, গজরা ইউনিয়নে মোঃ শাহআলম, জহিরাবাদ ইউনিয়নে মোঃ খবির হোসেন।
ফম/এমএমএ/