মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবলীগের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ৷
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুলের নাউরী নিজ বাড়ীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীদের মাঝে বিতরনের জন্য যুবলীগের নেতৃবৃন্দের কাছে এই শীতবস্ত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল আমিন রুহুল এমপি ৷
শীতবস্ত্র বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল ৷
মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহিরের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ারের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা আলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের সদস্য কাজী মোহাম্মদ হাবিবুর রহমান, আশরাফুল আলম মিলন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন ছৈয়াল, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম শ্যামল, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মনির মুন্না, বাগানবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয় প্রমুখ।
ফম/এমএমএ/আরাফাত/