মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মৎস্য সরঞ্জাম সহ ১০ জেলেকে আটক করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার দশানী, মোহাম্মদপুর, নাছিরাকান্দি, জহিরাবাদ, বোরোচর, চর উমেদ অংশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অধিদপ্তর।
জানা গেছে, জাটকা রক্ষা অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ মিটার টোম জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। এছাড়াও ১০ জন জেলেকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। উপস্থিত ছিলেন, মতলব উত্তর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় চন্দ্র দাস, উপপরিদর্শক কাজল মজুমদার প্রমুখ। ভ্রাম্যমান আদালতে সাদির উদ্দিন নামে ১ জেলেকে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও শাহজালাল, হৃদয়, ফয়সাল, কাশিম বেপারী ও রসুল বেপারীকে ১ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। আর বাকী চারজন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুছলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে জব্দকৃত জালগুলো পুড়িয়ে নস্ট করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় চন্দ্র দাস বলেন, জাটকা রক্ষা অভিযান অব্যাহত আছে। প্রতিনিয়ত আমরা মেঘনা নদীতে অভিযান পরিচালনা করছি। যাকেই জাটকা আহরণের সাথে জড়িত পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফম/এমএমএ/আরাফাত/