মতলব উত্তরে মেম্বার প্রার্থীর ফিসারীতে কৌশলে বিষ প্রয়োগের চেষ্টা দুর্বৃত্তদের

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদুর রহমানের ফিসারীতে কৌশলে বিষ প্রয়োগের চেস্টা করেছে দুর্বৃত্তরা। গত ২৭ অক্টোবর দক্ষিণ রাঢ়ীকান্দি ফিসারীতে এ ঘটনা ঘটে।

মাসুদুর রহমান বলেন, প্রায় এক একর পরিমাণ ফিসারী লিজ এনে আমি মাছ চাষ করেছি। বর্তমানে কাতল, রুই, সরপুটি, ভাডা, কাড়পু, সিলবার কার্প জাতের প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার মাছ আছে ফিসারীতে। গত মঙ্গলবারে পুকুরে পাড়ে খৈল ও মাছের খাবার রেখেছি। পরদিন বুধবার বিকালে এসে ওই খাবার দিতে দেখি অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে। সাথে সাথে আশপাশের লোকজনকে ডেকে আলামত দেখাই। পরে সবাই বুজতে পারে মাছের খাবারে কীটনাশক মিশানো হয়েছে। পরে সামান্য পরিমান খাবার পুকুরে দেই সত্যতা যাচাইয়ের জন্য। পরদিন বৃহস্পতিবার সকালে গিয়ে দেখি মরা মাছ ভেসে উঠেছে। তিনি আরও বলেন, আমি আসন্ন নির্বাচনে একজন মেম্মার প্রার্থী। তাই এই শত্রুতা করে আমাকে অর্থনৈতিক ক্ষতি করতে চেয়েছিল। এ ঘটনায় জিডি করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্বাস খান, স্থানীয় মনিরুজ্জামান স্বপন ও মোঃ ইব্রাহিম তফাদার সহ আরো কয়েকজন বলেন, মাসুদ সাথে আমাদেরকে জানিয়েছে। আমরা গিয়ে দেখি কে বা কারা রাতের আধাঁরে মাছের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। যাতে করে বিষ মিশানো খাবার পুকুরে দিলে সব মাছ মারা যায়। এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা এই অদৃশ্য শত্রুতার ঘৃনা জানাই।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম