মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে শহীদ দিবস ও ২১ ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস পালকল্পে এবং আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস, ডাঃ জয়নাল আবেদীন, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় মহান ২১ শে ফেব্রুয়ারী মহান মাতৃভাষা দিবস পালনকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এবং আসন্ন পবিত্র রমজান মাসে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের দৃস্টি আর্কষণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ।
ফম/এমএমএ/