মতলব (চাঁদপুর): রবিবার ২৮ নভেম্বর দেশের বিভিন্ন জায়গার ন্যায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ । ভোটগ্রহণের প্রথমদিকে ভোটারদের উপস্থিতি অনেকটা ভালো থাকলেও দুপুরের পর ভোটারের উপস্থিতি কমতে থাকে।
ফলে এক পর্যায়ে বাধ্য হয়ে ইউপি সদস্য প্রার্থীরা মসজিদের মাইক দিয়ে মাইকিং করে ভোটারদের কেন্দ্রে আনেন। ঘটনাটি ঘটে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বালুরচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
ফম/এমএমএ/