মতলব উত্তরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উদযাপন

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠনগুলো এ দিবসটি পালন করেছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ে সাথে সাথে সরকারি-আধা সরকারি, বেসরকারি, ব্যক্তি মালিকানাধীন ভবন সমূহ ও বাজারস্থ দোকান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, মতলব উত্তর থানা, মতলব উত্তরের কর্মরত সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, উপজেলা নির্বাহী গাজী শরিফুল হাসান, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল। কুচকাওয়াজের কমান্ডার ছিলেন এসআই রমিজ উদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজ মিয়া। এসময় উপজেলার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে বাদ্যন্ত্রে প্রথম স্থান লাভ করে ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম