মতলব উত্তরে ভ্রাম্যমান আদালতে দুইজনকে অর্থদন্ড

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে পৃথক ধারায় দুইজনকে সাড়ে ৫হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান।

তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্ট আইনের বিভিন্ন ধারায় ২ জনকে ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের মেয়াদ উত্তীর্ণ পণ্য, ওজনে কারচুপি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম না রাখতে সতর্ক করে দেওয়া হয়।

মতলব উত্তর থানা পুলিশের সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম