মতলব উত্তরে বিশেষ কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ মৎস্য সরঞ্জাম আটক

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন-২০২৫ চালানো হয়।

মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) দিনগত রাতে কোষ্টগার্ডের সহায়তায় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, অভিযানে ২০ টি চায়না দুয়ারি চাই, ২ খুঁটি/গছি জাল ২০ হাজার মিটার, ৩ টি  মশারীজাল, ২ টি বেহুন্দী জাল ৫ হাজার মিটার এবং নাছিরারচর চরে ১টি জাগ অপসারণ করা হয়। আটককৃত অবৈধ মৎস্য শিকার জাল ও সরঞ্জাম পুড়িয়ে নস্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, মেঘনা নদীর মতলব উত্তর উপজেলা সীমান্ত নাছিরাচর, বোরোচর সহ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে। যাকেই বেআইনি কার্যক্রমের সাথে পাওয়া যাবে তার বিরুদ্ধেই মৎস্য রক্ষা আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম