মতলব উত্তর (চাঁদপুর): সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আর্ন্তজজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেয় উপজেলা প্রশাসন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মতলব উত্তর থানা পুলিশ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, ছেঙ্গারচর পৌর আওয়ামীলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা ছাত্রলীগ, ছেঙ্গারচর পৌর যুবলীগ, উপজেলা মহিলা আওয়ামীলীগ, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগ, ছেঙ্গারচর পৌরসভা, মতলব উত্তরে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এ ছাড়াও মতলব উত্তর উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিরাজ খালিদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি অ্যাড. জসিম উদ্দিন।
পরে উপজেলা পরিষদ চত্ত¡রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ ও সকল মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। এছাড়াও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে পালিত হয়েছে মহান ২১ শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস।
ফম/এমএমএ/