
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে চাঁদপুর জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মো. বশির আহমেদ সরকারের বাড়িতে আয়োজিত ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদা। এসময় তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং সকল নেতাকর্মীর সাথে আপ্যায়নে অংশগ্রহন করেন। পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, চাঁদপুর জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মো. বশির আহমেদ সরকার, সদস্য আব্দুল মান্নান লস্কর, এএসপি মতলব সার্কেল মো. খাইরুল কবির, জেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক হিরো জাকির, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, বিএনপি নেতা আহসান উল্লাহ, মো. আব্দুল লতিফ প্রধান, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, জেলা যুবদলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, ছেংগারচর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী প্রমুখ।
ফম/এমএমএ/