মতলব উত্তরে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কমিটি ঘোষনা

আহলে সুন্নাত ওয়াল জামাআত এর মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।

মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর মতলব উত্তর উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। ৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে ফরাজীকান্দি উয়েসীয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত অধিবেশনে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সভাপতি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ আহমেদ বুলবুল মাষ্টারকে সভাপতি ও মো. আবদুল বাতেনকে সাধারণ সম্পাদক করে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আহলে সুন্নাত ওয়াল জামাআত এর মতলব উত্তর উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. সফিকুল ইসলাম, সহ-সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ বদিউজ্জামান বাহার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম জিহাদী, কোষাধ্যক্ষ মাওলানা কাজী বাহাউদ্দিন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম