মতলব উত্তরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন। পরে শুভেচ্ছা ও এবং পান্তা ভোজে অংশগ্রহণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, সাব রেজিস্ট্রার  মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, শিক্ষা অফিসার আকতার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, সমবায় অফিসার ফারুক আলম, সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, মোঃ হানিফ সহ কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীরা।

বক্তব্যে উপজেলা নির্বাহী  অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, বাংলা নববর্ষ এর আগমন বাঙালির সাথে বৈশাখের সম্পর্ক সুদীর্ঘ কালের। বাঙালীর সংস্কৃতি আর বৈশাখ অবিচ্ছেদ্য  বিষয়। বৈশাখ মানিই বাঙালির প্রাণের উৎসব। নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন আর নতুন লক্ষ্য। এসময় আমরা পুরনো দিনের গ্লানি ঝেড়ে ফেলে নতুন করে শুরু করার প্রেরণা পাই।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম