মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে বন্ধুত্ব এস.এস.সি – ২০০১ সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।
৩০ জুন শুক্রবার ঈদুল আজহার দ্বিতীয় দিনে মতলব উত্তর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বন্ধুত্ব এস.এস.সি – ২০০১ মতলব উত্তর, চাঁদপুর এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী মিলন মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে সংগঠনের বন্ধুরা।
এসো মিলি প্রাণের টানে, কৈশোরের স্মৃতির উঠোনে, এই স্লোগানে মতলব উত্তরের এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের সমন্বয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপজেলার ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, কালীপুর, জীবগাও, শরীফ উল্লাহ, হাসিমপুর মাদ্রাসা, নাওভাঙ্গা জয়পুর, নাউরী, এখলাছপুর, মোহনপুর, মাথাভাঙ্গা, পাঁচানী, পাঠান বাজার, ঝিনাইয়া, ছেংগারচর, ইন্দুরিয়া, জমিলা খাতুন, অলিপুর, নন্দলালপুর, দুর্গাপুর, চরপাথালিয়া, নিশ্চিন্তপুর, হাজী সিদ্দিক, বাগানবাড়ি, সুজাতপুর, বদরপুর উচ্চ বিদ্যালয় সহ প্রায় ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুরা অংশগ্রহণ করেন।
সকাল থেকেই আড্ডা আর মাস্তিতে সময় কাটান তারা। গল্প আর আলাপ চারিতায় ফিরে যান পুরনো স্মৃতিতে। স্কুল জীবনের স্মৃতি চারণ করেন অনেকেই। আনন্দে উল্লাসে বেশ মজা করে কাটিয়ে দেন দিনটি। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী এবং পবিত্র ঈদুল আজহা পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত।
আলোচনা সভা, দুপুরের ভোজ ও কেক কাটা শেষে বিকেল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের তালে তালে মেতে উঠেন ২০০১ বন্ধুরা। গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নন্দিতা দাস।
ফম/এমএমএ/আরাফাত/