মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর জেলা ও মতলব উত্তর উপজেলা সর্বশেষ সীমানায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু মুর্যাল ওয়েলকাম গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) বিকালে উপজেলার গালিমখাঁ বেরীবাধের ব্রিজ সড়কে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এই সুদর্শন গেটটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
ফম/এমএমএ/