মতলব উত্তরে পাঁচ নারী সদস্যের পরিবারকে অবরুদ্ধ, চলাচলের রাস্তা বন্ধ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বড়হলদিয়া দক্ষিণপাড়ায় মৃত আলী আহমেদ প্রধান এর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

পরিবারের একমাত্র ছেলে বিদেশে অবস্থান করায় বর্তমানে বাড়িতে শুধুমাত্র পাঁচজন নারী সদস্য- মৃত ব্যক্তির বিধবা স্ত্রী, এক বিধবা গৃহকর্মী, কলেজ পড়ুয়া কন্যা, পুত্রবধু ও নাতনি- বসবাস করছেন। নিরাপত্তার অভাবে পুত্রবধু ও নাতনি ইতোমধ্যে মতলব শহরের বাপের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

অভিযোগ উঠেছে, ফরাজীকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুর সাত্তার মৃধার নেতৃত্বে এই পরিবারটিকে পরিকল্পিতভাবে জিম্মি অবস্থায় রাখা হয়েছে। জানা যায়, তিনি স্থানীয় পঞ্চায়েতের সদস্য পরিচয়ে দাবি করছেন, আমি পঞ্চায়েতের লোক। আমরা গ্রামের পঞ্চায়েতের লোকজন মিলে সবাই সিদ্ধান্ত অনুযায়ী এই কাজটা করেছি।

পরিবারটির অভিযোগ, আব্দুর সাত্তার মৃধার নির্দেশে মৃত আলী আহমেদ প্রধান এর বড় ভাই জমির হোসেন, তার স্ত্রী এবং খোকন নামের এক ব্যক্তি মিলে বাড়ির প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে এবং বাড়ির ভেতর ইটের দেয়াল দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেছে। বিকল্প রাস্তা ব্যবহারে বাধা দিতে পাশের জমিতে পিলার দিয়ে সংকুচিত করা হয়েছে।

খোকন ও তার সহযোগীরা নিয়মিত হুমকি-ধামকি দিয়ে পরিবারটিকে মানসিকভাবে ভীত ও চাপে রাখছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী আশঙ্কা করছেন, শুধুমাত্র নারী সদস্যদের উপস্থিতির সুযোগ নিয়ে যে কোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এবং অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম