মতলব উত্তরে পাঁচ কেজি গাঁজাসহ কারবারি মাসুদ গ্রেফতার

মতলব উত্তর (চাঁদপুর): গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার ষাটনল সাকিনস্থ ষাটনল লঞ্চঘাট সংলগ্ন তানিশা ষ্টোর এর সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে মোঃ মাসুদ (৪২) নামে এক মাদক কারবারিকে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

১৫ অক্টোবর বেলা ১১.২০ ঘটিকার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ মোল্লা (৪২), পিতা- মৃত- নুরুল ইসলাম, মাতা- মাহমুদা বেগম, স্থায়ী: গ্রাাম- হরিদাশ পাড়া, উপজেলা- মতলব দক্ষিণ এর বিরুদ্ধে মাদক মামলা দায়ের পূর্বক চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে বিভিন্ন এলাকায় হইতে অবৈধ মাদক গাঁজা সংগ্রহ করে অত্র থানা এলাকায় বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। মতলব উত্তর থানাধীন ষাটনল সাকিনস্থ ষাটনল লঞ্চঘাট সংলগ্ন তানিশা ষ্টোর এর সামনে ইটের সলিং রাস্তার উপর পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেস্টা কালে পুলিশ ধাওয়া দিয়ে গ্রেফতার করে এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ মাসুদ মোল্লা, এর হেফাজতে থাকা একটি লাল ও কালো রংয়ের ট্রাভেল ব্যাগ, যাহার গাঁয়ে ইংরেজীতে ম্যাক্স লিখা সম্বলিত স্টিকার আছে এবং উক্ত ব্যাগের ভিতর স্কচটেপ দ্বারা প্যাচানো দুই বান্ডিল গাঁজা, যাহার মধ্যে এক বান্ডিলে ৩ কেজি ও অপর বান্ডিলে ২ কেজি সহ মোট ৫ কেজি গাঁজা, যার মূল্য অনুমান ১ লাখ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ মোল্লা, এর বিরুদ্ধে চাঁদপুর এর মতলব উত্তর থানার, এফআইআর নং-১৪, তারিখ- ১৫ অক্টোবর, ২০২৩; জি আর নং-২৫৭, তারিখ- ১৫ অক্টোবর, ২০২৩; সময়- ১২.৫০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন মোঃ মহিউদ্দিন, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সুদীপ্ত শাহীন সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানার একটি চৌকস দল। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল ঘ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম